নিজ হাতে ৫০ সংসদীয় কমিটির নাম লিখলেন প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদে ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নাম নিজ হাতে লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রীর হাতে লেখা এসব নাম জাতীয় সংসদে সংরক্ষণ করা হবে বলে জানান স্পীকার শিরীন শারমিন চৌধুরী।

বুধবার ৭টি কমিটি গঠনের মধ্য দিয়ে সব কটি কমিটি গঠনের কাজ শেষ হয়।

কমিটি গঠন শেষে স্পীকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ অধিবেশনের প্রথম ১০ দিনে সব কমিটি গঠন এক অনন্য দৃষ্টান্ত ও মাইলফলক।

এ জন্য তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা কমিটিগুলোর প্রস্তাবের কাগজ সংসদ সদস্যদের দেখান এবং সেগুলো জাতীয় সংসদে সংরক্ষণের কথা বলেন।