নিজ অর্থায়নে দেড় শতাধিক দরিদ্রকে শীতবস্ত্র দিলেন বাঘার কৃতি সন্তান সুমন

বাঘা প্রতিনিধি:
নিজের অর্থে দেড় শতাধিক দরিদ্রকে শীতবস্ত্র কম্বল দিলেন রাজশাহীর বাঘার কৃতি সন্তান ও টাঙ্গাইল আদালতে কর্মরত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার। শনিবার (৪ জানুয়ারী) উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া ও দিঘা এলাকার দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নিজের ব্যক্তিগত অর্থে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শরিফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, তেথুলিয়া-পীরগাছা বিজনেন্স এ্যান্ড ম্যানেজম্যান্ট ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক সদর, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকারের বাবা প্রেমানন্দ্র কর্মকার, গোপাল চন্দ্র মজুমদার বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার গত বছর শীতেও তিনি নিজের অর্থে দেড় শতাধিক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছিলেন।

স/অ