নিজে দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না: পলক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তিনি নিজে দুর্নীতি করবেন না, কাউকে দূর্নীতি করতেও দেবেন না। বিগত বিএনপি- জামায়াত জোট সরকারের সময় সরকারের বিভিন্ন স্তরে দূর্নীতি ও হয়রানিতে যে রেকর্ড সৃষ্টি করা হয়েছিল বর্তমান সরকার ক্ষমতায় আসা পর গত ৮ বছরে সে দুর্নাম দুর হয়েছে। ডিজিটালাইজড ব্যবস্থা করার পর দুর্নীতির মাত্রা কমে এসেেেছ।

আজ সোমবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলার বিভিন্ন স্তরে দূর্নীতি ও হয়রানী মুক্ত করণ শীর্ষক এক মত বিনিময় সভায় এসব প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উপজেলার ৬১ টি স্কুলে দপ্তরী নিয়োগে যারা উৎকোচ গ্রহণ করেছেন তাদের টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। যদি এক সপ্তাহের মধ্যে টাকা ফেরৎ দেওয়া না হয় তাহলে তাদের নাম প্রকাশ করা সহ আইনী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন।

তিনি দুর্নীতি, হয়রানীমুক্ত ও উন্নত সিংড়া গড়ার জেহাদে সকলের সহযোগিতা কমনা করেন।

উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে আয়োজিত এ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা।

স/অ