নিখোঁজের তিনি দিন পর তানোরের সার ব্যবসায়ীর লাশ মিললো ঈশ্বরদীতে

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় শাহাজান আলী (৫০) নামের এক সার ব্যবসায়ী নিখোজ হওয়ায় এক দিন পর লাশ পাওয়া গেলো পাবনার ঈশ্বরদীর হাডিং ব্রিজের নিচে। আজ বুধবার নিহত সার ব্যবসায়ীর পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানতে পারে।

জানা গেছে, গত ১৫ জুলাই রবিবার সকালে ব্যবসায়ীর কাজে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তানোর মুন্ডুমালা বাজারে আসেন। সারাদিস বাড়িতে না ফিরাই পরিবারের সদস্যরা তাকে খোজ নিতে থাকেন। এক পর্যায়ে নিখোঁজ ব্যক্তি ব্যবহত মোটসাইকেল মুন্ডু মালা বাজারের হক ইন্টার প্রাইজ এর কাছে পাওয়া যায়। মোটরসাইকেল পাওয়া গেলেও ব্যবসায়ী শাহজাহান আলীকে কোথাও খোজে পাওয়া যাইনি। ১৭ জুলাই সকালে ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম (সরল) তার বাবার সন্ধান চেয়ে তানোর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, তানোর উপজেলার বাধাইড় ইউপির শিবরামপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র শাহাজান আলী একজন সার ব্যবসায়ী। সে জুমারপাড়া গনির মোড়ে মের্সাস শাহজাহান ট্রেডাস ও মের্সাস নাবিলা ট্রেডাস এর কীটনাশক-সার ব্যবসা করতেন। তিনি ১৫ জুলাই নিখোজ হয়। ১৭ জুলাই থানায় তার ছেলে জিডি করেন। জিডি করার পর (আজ ) বুধবার জানতে পারি (১৬ জুলাই) পাবনার ঈশ্বরদীর হাডিং ব্রিজের নিচে শাহাজাহান আলীর লাখ পাওয়া গেছে। বে-উয়ারীশ হিসাবে তার লাশ পাবনায় দাফর করা হয়েছে। প্রক্রিযার মাধ্যমে শাহাজাহান আলীর লাখ আনা হবে তানোরে। এবিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলচ্ছে।

নিহত শাহাজানের স্ত্রী শিরিনা বেগম জানান, আমার স্বামী নিখে্াঁজ হবার পর সকল আত্মীয়-স্বজন-থানা, হাসপাতাল খোজে কোথাও পাইনি তাকে। নিখোঁজের তিন দিন পর (আজ) বুধবার সকালে জানতে পারি আমার স্বামীর লাশ ঈশ্বরদীতে পাওয়া গেছে। কে আমার স্বামীকে মারলো?

স/অ