নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠি’র ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠি’র ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় নিক্কন মিলনায়তনে সংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং নিক্কণ এর প্রতিষ্ঠাতার জন্মতিথি পালিত হয়।

 

রাজশাহী নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠি’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব পান্নার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মুক্তিদাতা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার ড.মেবল রোজারিও, কাইছার রহমান মেমোরিয়াল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ড. ফয়সাল কবির চৌধুরী, আবাসিক হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির।

 

নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠি’র দফতর সম্পাদক আয়েশা আক্তার ডালিয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠি’র সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান বাবু।

 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন উপমা, টুম্পা, পায়েল, সমৃদ্ধি, দিয়া, সৃষ্টি, ঈশ্বরী, জ্যোতি, মনি, আশা, ফারহানা, পাখি, পিংকি অলিভ ও মিন্টু।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্য সুখেন মূখার্জী ও নিক্কণ সদস্য শিফাত মিম।

স/অ