নিউজিল্যান্ডে শফিউলের পরিবর্তে রাব্বী

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জাতীয় দলের ইনজুরির তালিকায় নতুন নাম যুক্ত হল। পেসার শফিউল ইসলাম বিপিএলের প্রথম প্লে’অফে ফিল্ডিংয়ের সময় বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেন। ফলে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি এ পেসার।

তার পরিবর্তে নেওয়া হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বীকে। বুধবার সন্ধ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নান্নু বলেন, ‘গতকাল শফিউল ইনজুরিতে পরে। আজ তার স্ক্যান করানো হয়েছিল। রিপোর্ট পাওয়ার পর যেটা বুঝলাম, তিন থেকে চার কিংবা পাঁচ সপ্তাহ লেগে যেতে পারে সুস্থ হতে। প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পে আমরা কামরুল ইসলাম রাব্বীকে নিচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শফিউল খেলতে পারবে না। টেস্টের আগে যদি ও রিকোভার করে তাহলে ওকে বিবেচনা করা হবে।’

বিপিএলে দারুণ সময় কাটাচ্ছিলেন শফিউল। খুলনার হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন ডানহাতি এ পেসার। শফিউলের পারফরম্যান্স নিয়ে নান্নু বলেন, ‘এ মুহুর্তে আমাদের যতগুলো পেস বোলার আছে তাদের মধ্যে শফিউলের অবস্থান সবার উপরে। বিপিএলে তার পারফরম্যান্স ভালো ছিল। সে যত তাড়াতাড়ি সুস্থ হবে আমাদের দলের জন্য ততোই ভালো। ১৩টা ম্যাচ সে একধারে খেলে গেছে। আমার যতটুকু মনে পড়ে গত ৭-৮ বছরে সে একাধারে ১৩টি ম্যাচ একসঙ্গে খেলেনি। আমার বিশ্বাস সে তাড়াতাড়ি ফিরে আসবে।’

রাব্বীকে বিবেচনায় আনা হলেও পেসার আল-আমিনকে বিবেচনায় আনা হয়নি। আল-আমিনের বিরুদ্ধে নেতিবাচক অভিযোগ পাওয়ায় দল নির্বাচনের মিটিংয়ে তার বিষয়ে কোনো আলোচনা হয়নি। নান্নু জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে রাব্বী দুটি টেস্ট ম্যাচ খেলায় সে এগিয়ে আছে।

সূত্র: রাউজিংবিডি