শুক্রবার , ২ এপ্রিল ২০২১ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিউজিল্যান্ডে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন টাইগারদের ফিজিও

Paris
এপ্রিল ২, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরছে ৪ এপ্রিল। একই ফ্লাইটে ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর ঢাকায় ফেরাটা অবশ্য একটু অন্য রকমই হবে। দক্ষিণ আফ্রিকায় থিতু হওয়া এই ইতালিয়ান নাগরিক যে ফিরছেন পাসপোর্ট ছাড়াই! পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশের দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরে তিনি হারিয়েছেন তাঁর পাসপোর্ট।

কিভাবে হারিয়েছে, সেটিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে বের করা গেছে। টিম বাস থেকে নামার সময় তাঁর পিঠ ব্যাগ থেকে পাসপোর্ট হোল্ডারটি কোনো একভাবে পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে তা দেখা গেলেও সেটি আর উদ্ধার করা যায়নি বলেই বিশেষ ব্যবস্থায় ক্যালেফাতোকে ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বিশেষ কারণে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ভ্রমণ করার নিয়ম আছে। আমাদের ফিজিও সেভাবেই ঢাকায় ফিরছেন।’

উল্লেখ্য যে, এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়। এরপর টি-টোয়েন্টিতেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পায় টাইগাররা।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা