নিউজিল্যান্ডকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বাংলাদেশ

নতুন বছরের প্রথম টেস্টে যেনো অন্যরকম এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। প্রথমে বল হাতে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দেওয়া। এরপর ব্যাট হাতে লাইনআপের প্রথম ছয়জনের সবাই খেলেছেন অন্তত ৫০টি বল। এর মধ্যে চারজন পেয়েছেন ফিফটির দেখা।

কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও, মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় দিন শেষে ৭৩ রানের লিড ঠিকই নিয়ে ফেলেছে বাংলাদেশ দল। চতুর্থ দিন শুরুর আগে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিও যোগ করে ফেলেছে ৩১ রান।

ম্যাচের তিনদিনের মধ্যে প্রায় দুই দিন ধরে ব্যাটিং করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ৬৭ ওভারের পর আজ তারা খেলেছে ৮৯ ওভার। দুই দিন মিলে ১৫৬ ওভার বোলিং করেও ছয়বারের বেশি উইকেট নেওয়ার সাফল্য উদযাপন করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড।

সোমবারের খেলা শেষে কিউইদের তারকা পেসার স্বীকার করে নিয়েছেন, ম্যাচটিতে দারুণ খেলছে বাংলাদেশ। শুধু তাই নয়, ব্যাটারদের দৃঢ়তার কারণে বারবার নতুন কিছু ভাবতে হচ্ছে তাদের।

বোল্টের ভাষ্য, ‘তারা অনেক অনেক ভালো খেলেছে। ম্যাচটা তারাই নিয়ন্ত্রণ করেছে। তারা আমাদেরকে বারবার নতুন নতুন স্পেলে বোলিং করতে বাধ্য করেছে, নতুন করে ভাবতে বাধ্য করেছে। এটিই আসলে টেস্ট ক্রিকেট।’

তবে নিজেদের বোলিং নিয়েও হতাশা নেই বোল্টের, ‘উইকেটটা অবশ্যই ভালো। তবে আমরা যেভাবে সেখানে আটকে থেকেছি, তাদেরকে খুব বেশি দূর চলে যেতে দেইনি। শেষ দিকে দুইটি উইকেট তুলে নেওয়া বেশ ভালো ছিল।’

এরই মধ্যে ৭৩ রানে পিছিয়ে গেছে নিউজিল্যান্ড। তবু আশা ছাড়তে রাজি নন বাঁহাতি তারকা পেসার, ‘আগামীকাল (মঙ্গলবার) আমাদের জন্য অনেক বড় সুযোগ। আশা করছি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মনে হচ্ছে ম্যাচটা শেষ পর্যন্ত জমে যাবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা দেখবো আগামীকাল প্রথম ঘণ্টায় কী হয়। তারপর সেখান থেকে এগুতে হবে। বাংলাদেশ হয়তো একবারই খেলতে চাইবে এবং বড় স্কোরের কথাই ভাববে। শেষের দুই দিনে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইবে। এখন তিনটি ফলাফলই সম্ভব এই ম্যাচে।’

 

সূত্রঃ জাগো নিউজ