না ফেরার দেশে এডমন্টন অয়েলার্সের ফরোয়ার্ড কোলবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অপারেশনের চার দিন পরই না ফেরার দেশে পাড়ি জমালেন কানাডার পেশাদার আইস হকি দল এডমন্টন অয়েলার্সের ফরোয়ার্ড কোলবি কেভ। কোলবির মৃত্যুতে শোক জানিয়েছে ন্যাশনাল হকি লিগ ক্লাব (এনএইচএল)।

এ ব্যাপারে এনএইচএল তাদের ওয়েবাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই খবর জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে আজ সকালে কোলবি কেভ মারা গেছেন।’

জানা গেছে, ব্রেইন থেকে কোলয়েড সিস্ট নামের টিউমার অপসারণের জন্য টরেন্টো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। অপারেশনের পর কোমায় চলে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চারটি এনএইচএল মৌসুমে অয়েলার্স এবং বোস্টন ব্রুইন্সের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন কেভ। এর মধ্যে ৫টি অ্যাসিস্টের পাশাপাশি ৪ গোল করেছেন তিনি।