সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

না ঘুমালে ভুলের হার দ্বিগুণ

Paris
ডিসেম্বর ২, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় সব প্রাণীরই একটি দেহঘড়ি থাকে। এই দেহঘড়িকে নিজেদের ইচ্ছামত চালাতে গেলেই বিপদ।

যেমন ঘুমের সময় না ঘুমালে কী কী বিপদ আসতে পারে সে সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। স্লিপ ও লার্নিং ল্যাবের গবেষকরা জানিয়েছেন, ঘুম থেকে নিজেকে বঞ্চিত করলে দিনভর তার রেশ থেকে যায়।

ঘুম না হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে জানতে, ১৩৮ জনের উপর একটি জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৭৭ জনকে সারা রাত জেগে থাকতে বলা হয়। বাকি ৬১ জনকে ঘুমাতে বলা হয়। দিন গড়িয়ে সন্ধ্যা হতেই দুই দলের অংশগ্রহণকারীদের কাজ-কর্মে ভুল ধরা পরে। তবে যারা রাতে ঘুমাতে পারেননি তাদের ভুলের সংখ্যা ছিলো দ্বিগুণ।

ভুল বলতে এখানে বোঝানো হয়েছে অন্য গাড়িকে ধাক্কা দেওয়া, কর্মক্ষেত্রে ভুল করা বা মেজাজ হারানো, ক্লাস করার সময় মনোযোগ ধরে রাখতে না পারার মতো বিষয়গুলো।

গবেষণায় জানা গেছে, ঘুম ঘুম চোখে কোনো কিছুতে মনোযোগ দিতে স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি চেষ্টা করতে হয়।

স্লিপ ও লার্নিং ল্যাবেরডিরেক্টর জানান, যাদের রাতে ঘুম হয় না তাদেরকে প্রতি পদে পদে সচেতন থাকতে হয়। কারণ ভুলের জন্য তাদেরকে বেশ চড়া মূল্য দিতে হয়।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি