নাসির খেলছেন আজ?

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বর্তমানে বাংলাদেশ দলে নাসির হোসেনের কাজ কী?

 

সবার উত্তর হয়তো একই হবে- দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করা আর সতীর্থদের পানি খাওয়ানো!

 

হ্যাঁ, তা-ই। স্কোয়াডে থেকেও যে বারবার একাদশে উপেক্ষিত থেকে যাচ্ছেন নাসির হোসেন।

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের স্কোয়াডেই ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু একাদশে সুযোগ মেলেনি একটি ম্যাচেও।

 

ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডেও আছেন। কিন্তু পরশু প্রথম ম্যাচেও একাদশে জায়গা হয়নি তার।

 

প্রথম ম্যাচে জয়ের জন্য ৫২ বলে ৩৯ রানের প্রয়োজনে মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের পর অনেকে মনে করছেন, নাসির একাদশে থাকলে চিত্রটা অন্য রকমও হতে পারত।

 

আজ দ্বিতীয় ওয়ানডেতে কি একাদশে দেখা যাবে নাসিরকে?

 

কাল বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, নাসির তাদের পরিকল্পনায় আছেন, ‘এটা নির্বাচক, কোচ, অধিনায়কের ব্যাপার। এটা এখনো ওইভাবে আলোচনা করা হয়নি। তবে অবশ্যই নাসির আমাদের পরিকল্পনায় আছে, যেহেতু ও ১৪ জনের দলে আছে।’

 

কিন্তু ১৪ জনের দলে রেখেও ম্যাচের পর ম্যাচ নাসিরকে বসিয়ে রাখা কেন? তার অভিজ্ঞতা, অতীত পারফরম্যান্স- কোনো কিছুরই কি তাহলে মূল্য নেই? এসব প্রশ্নের জবাব টিম ম্যানেজম্যান্টই ভালো দিতে পারবে!

 

একটা সময় দলে অন্যতম ভরসার নাম ছিল নাসির। প্রয়োজনের সময়ে দলের হাল ধরে ‘দ্য ফিনিশার’ তকমাও পেয়েছেন। বল হাতেও প্রয়োজনের মুহূর্তে ব্রেক থ্রু এনে দিয়েছেন। সেই নাসিরকে শুধু দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং আর পানি টানা নয়, আবারও ব্যাট-বল হাতে দলে দেখার অপেক্ষায় সবাই।

সূত্র: রাইজিংবিডি