নাসিরনগরে হামলায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক আইনজীবী নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দির পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

 

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, যারা ঘটনাটি ঘটিয়েছে, উদ্দেশ্যমূলকভাবেই ঘটিয়েছে। এ ব্যাপারে কাউকে যেন ছাড় দেওয়া না হয় সেজন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

 

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়ে বলেন, ‘আপনাদের পাশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে। আপনাদের যেকোনও ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।’

 

বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ মাহবুব উদ্দিন খোকন বলেন, নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্যে সকল মহলের প্রতি আহ্বান জানান তিনি।

 

প্রতিনিধি দলের সদস্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বার কাউন্সিলের সদস্য স.ম রেজাউল করীম বলেন, নাসিরনগরের ঘটনায় রসরাজের পক্ষে সেদিন আইনি সহায়তা প্রদানে বাধা দেওয়ার কথা শুনেছি। যদি ব্রাহ্মণবাড়িয়া বারের কেউ বাধা দিয়ে থাকে সেই ঘটনারও তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম তপনসহ প্রায় দেড় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন