নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দলটি এ ইনয়ে টুর্নামেন্টে চতুর্থবারের মতো শিরোপা জিতল। ক্যারিবীয় দ্বীপ এন্টিগুয়ায় রবিবার সকালে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ইংল্যান্ড করে ১০৫ রান। জবাবে অস্ট্রেলিয়া ২৯ বল হাতে রেখেই ২ দুই উইকেট হারিয়ে লক্ষ্য পূরণে সক্ষম হয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার ড্যানিয়েল ওয়েট একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে চলে আসা-যাওয়ার মিছিল। ব্যতিক্রম ছিলেন কেবল অধিনায়ক হেদার নাইট। ওয়েট ৪৩ ও নাইট করেন ২৫ রান। ইংল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছূঁতে পারেনি।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলেই গার্ডনার তিনটি, জর্জিয়া ওয়েরহ্যাম ও মেগান স্কাট দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সাবলীলভাবেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৪৪ রানের মধ্যে দুই ওপেনার আলিসা হেলি (২২) ও বেথ মুনি (১৪) আউট হন। এরপর অ্যাশলেই গার্ডনার ও মেগ ল্যানিং বাকিটা পথ পাড়ি দিতে সক্ষম হন।

গার্ডনার ৩৩ ও ল্যানিং ২৮ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে তিন উইকেট ও বল হাতে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যাচসেরা হন গার্ডনার।