নারীকে হেনস্তা করায় এবার চাকরি হারালেন পেইনের দুলাভাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্রিকেট তাসমানিয়ার এক নারী কর্মীকে ২০১৭ সালে যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছিলেন টিম পেইন। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব হারিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০১৭ সালের নভেম্বরে তাসমান দলের হয়ে খেলতে গিয়েই তাসমানিয়ার এক নারী কর্মীকে কিছু যৌন উত্তেজক বার্তা ও অশ্লীল ছবি পাঠিয়েছিলেন পেইন। সেই নারী কর্মী বিষয়টি ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানালেও কোনো ধরনের শাস্তি না দিয়েই ছেড়ে দেওয়া হয় পেইনকে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প চার বছর পর ফের সেই বিষয়টি তুলে আনায় গত শুক্রবার তুমুল সমালোচনার মধ্যে অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরে দাঁড়ান টিম পেইন।

সেই ক্ষত কাটতে না কাটতেই আরও একটি দুঃসংবাদ শুনতে হলো টিম পেইনকে।  সেই একই নারীকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়ে সোমবার ক্রিকেট তাসমানিয়ার চাকরি হারালেন টিম পেইনের দুলাভাই শ্যানন টাব।

হেরাল্ড সান জানিয়েছে, তাসমানিয়ার সাবেক এই ক্রিকেটার নাকি একই নারীকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছিলেন। পেইনের বোনের স্বামী টাব ক্রিকেট ক্যারিয়ার শেষে ক্রিকেট তাসমানিয়ার অধীন অ্যাডিলেডের প্রিন্স আলফ্রেড কলেজের প্রথম একাদশের কোচ হয়েছিলেন।

পেইনের মতো টাবের ঘটনাটিও ২০১৮ মৌসুমের শুরুর দিকে। এ ব্যাপারে হেরাল্ড সানের প্রশ্নের মুখে টাব বলেছেন, আমি দুঃখিত, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।

ক্রিকেট তাসমানিয়া জানিয়েছে, এ ব্যাপারে কোনো প্রশ্নের জবাব আমরা দেব না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাবের ব্যাপারে যে তদন্ত হচ্ছে, তাদের এ ব্যাপারে জানানো হয়েছিল।

সূত্র: যুগান্তর