নামাজশেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজশেষে বাড়ি ফেরার পথে হাফেজ আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করতে পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে হাফেজ আজিম উদ্দিন প্রায় ১০ বছর যাবৎ একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করেন।

শনিবার এশার নামাজ শেষ করে রাত সোয়া ৮টার দিকে পায়ে হেঁটে সাদুয়া-বেলদিয়া সড়কের সাদুয়া খালের বাঁশের সাকো পার হয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

এ সময় হাফেজ আজিম উদ্দিনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তের দল মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে। এতে রক্তক্ষরণজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন পাগলা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। অবশ্যই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ