নান্দাইলে জেডিসি পরীক্ষা দেয়া হলো না দুই বোনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদ্রাসার দুই ছাত্রীর প্রবেশপত্র না আসায় জেডিসি পরীক্ষা দেয়া হলো না। বৃহস্পতিবার সকালে পরীক্ষার হলে গিয়ে তারা জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি।

জানা গেছে, এ মাদ্রাসার দুই ছাত্রী জিন্নাত জাহান সেতু ও আইরিন আক্তার নিপা তারা আপন দুই বোন। তারা জেডিসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে গিয়ে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। ফলে তাদের আর পরীক্ষা দেয়া হয়নি।

দুই ছাত্রীর বাবা মাহতাব উদ্দিন জানান, ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা জমা দেন মাদ্রাসার অধ্যক্ষের ঘনিষ্ঠ ব্যক্তি শাহজাহানের কাছে।

এ বিষয়ে শাহজাহান অধ্যক্ষের কাছে যথাসময়ে সেই টাকা হস্তান্তর করেছেন বলে জানান। তবে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল বলেন, ওই দুই বোন ফরম পূরণ করেনি বলে তাদের প্রবেশপত্র আসেনি।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহদী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’