নানা কর্মসূচির মধ্য দিয়ে শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে মনাকষা নিজ বাসভবন প্রাঙ্গনে আলোচনা সভা-দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ.সামিল উদ্দিন আহমেদ শিমুল।

জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।

এদিকে বিকেলে শিবগঞ্জ পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে ৭৩ জন হাফেজের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আজমুল হক বাদশাসহ অন্যরা। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত শেষে ৭৩ জন হাফেজের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এছাড়া শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল শেষে শিবগঞ্জ কেরাতিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর জীবনের উপর আলোচনা সভা-দোয়া মাহফিলে যোগ দেন সংসদ সদস্য।

 

স/শা