নানা আয়োজনে রুয়েটে ‘বিশ্ব নগর পরিকল্পনা’ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে ‘বিশ্ব নগর পরিকল্পনা’ দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

এদিন সকালে রুয়েটের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রুয়েটের পুরোকৌশল ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। বিভাগের শিক্ষক অনুতোষ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল ওয়াকিল, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে নগর পরিকল্পনা ও এর সুফল সম্পর্কে অবগত করতে হবে। পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করে নাগরিক সাম্য প্রতিষ্ঠায় নগর ও অঞ্চল পরিকল্পনা যুক্তদের ভূমিকা রাখতে হবে।

স/বি