নাট্যকর্মীকে মারধরের প্রতিবাদের রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নাট্যকর্মী মইনুলকে মারধরের প্রতিবাদ ও জড়িতদের ক্যাম্পাস থেকে বহিস্কারের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, যাদেরকে সঙ্গে নিয়ে মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন তাদেরই একজন অন্যজনকে আঘাত করছে। যখন স্বৈরশাসনে রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে পড়েছিল তখন সাংস্কৃতিক কর্মীরাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত ক্যাম্পাস থেকে বহিস্কারের দাবি জানান।

জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উদীচি শিল্পী গোষ্ঠী রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সরকার সুজিত কুমার, রাবির অনুশীলন নাট্যদলের পরিচালক অধ্যাপক মলয় ভৌমিক, বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিচালক অধ্যাপক শাহ আজম শান্তনু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল উল্লাহ সরকার, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

এদিকে, কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপিতে জড়িতদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান নেতাকর্মীরা। তবে এ বিষয়ে জানতে প্রক্টরকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক সরকার মইনুলকে মারধর করে।

স/অ