নাটোর সিংড়ায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও বন্যার্ত’র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ২ হাজার বন্যার্ত’র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার (২৫সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিংড়া কোর্ট মাঠে প্রতিমন্ত্রী পলক তার ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, চিনি, লবন ইত্যাদি ত্রাণ সামগ্রীর প্যাকেট অসহায় মানুষের হাতে তুলে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

পরে ১২জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে এক লাখ ১০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম সামিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ।

স/আ২