নাটোর লালপুরে পদ্মা নদীতে ছাত্রী নিখোঁজ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী ১১ বছরের পাপড়ী।

লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুরে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় পদ্মা নদীতে লক্ষীপুর ঘাটে পাপড়ি (১১) ও তার খালাতো বোন রানী (১১) নদীতে গোসল করতে নামে।

এ সময় ২জন স্রোতে ভেসে গেলে রানীর মা কোহিনূর বেগম রানীকে উদ্ধার করতে পারলেও, পানিতে ডুবে নিখোঁজ হয় ১১ বছরের পাপড়ি। সে লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। ও আসিরাতুননূর কিন্ডার গার্ডেন মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল। পাশাপাশি স্থানীয়রা পদ্মা নদীর পানিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকারী ডুবুরি দল রাজশাহী থেকে রওনা হয়েছেন। নদীর তীরে উদ্ধারের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী।

স/আর