নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ধোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ সহ সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন।

 

এ সময় এক আলোচনা সভায় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, শুধু দলীয় ভাবে নয়, যাতে সবাই একসাথে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারে সে জন্যই এই ম্যুরাল স্থাপন করা হয়েছে। প্রতি বছর এই ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দিবসের কর্মসূচি শুরু করা হবে। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত।

 

এদিকে, দিবসটি উপলক্ষে শহরের সরকারী বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী এনএস কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স/শ