নাটোরে ২ লাইসেন্স বিহীন বেসরকারী হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি লাইসেন্স বিহীন হাসপাতালে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিষ্ট্রট জনাব হেমন্ত হেনরী কুবি ও সিভিল সার্জন নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় “দেশ মেডিকেল সেন্টার” এবং “সেবা মেডিকেল কমপ্লেক্স” এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা, লাইসেন্স ব্যতীত অতিরিক্ত বেড সংযোজন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ডাক্তার দ্বারা হাসপাতাল পরিচালনা করার অপরাধে মেডিকেল সেন্টার সমূহের পরিচালক রেজাউল করিম (৩৫), এবং হারুন-অর-রশিদ (৪২)কে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতবেক যথাক্রমে “দেশ মেডিকেল সেন্টার” এর পরিচালককে ১ লাখ টাকা এবং “সেবা মেডিকেল কমপ্লেক্স” এর পরিচালককে ৫০হাজারটাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য যে, জরিমানাকৃত টাকা তাৎক্ষনিকভাবে আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

স/শ