নাটোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলা যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে সুমন সরকার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অপর দুই আসামীকে খালাস দিয়েছে আদালত।

রোববার বিকেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মাদ হাসানুজ্জামান এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত সুমন সরকার উপজেলার নওপাড়া গ্রামের শফিক সরকারের ছেলে। এছাড়া খালাসপ্রাপ্ত ওপর দুই আসামী হচ্ছে রান্টু সরকার (৪০) এবং শফিক সরকার (৬০)।

নাটোর নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের পিপি শাজাহান কবির জানান, ২০১৪সালের ৩০ ডিসেম্বর বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও নওপাড়া গ্রামের এক কিশোরী সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এসময় আগে থেকে ঔত পেতে থাকা যুবক সুমন সরকার জোর পূর্বক ওই ছাত্রীকে পার্শ্ববর্তী আম বাগানে তুলে নিয়ে যায়। পরে হাত ও মুখ বেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

পরে স্কুল ছাত্রী বাদী হয়ে সুমন সরকারসহ তিনজনকে আসামী করে লালপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

মামলার দীর্ঘ শুনানী এবং স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক অভিযুক্ত সুমন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করে। এছাড়া মামলার ওপর দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
স/শ