নাটোরে মাঠের ভিতর গ্রেনেড এবং ২৩টি বন্দুকের গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরে মাঠের ভিতর গাছের নিচ থেকে একটি গ্রেনেড এবং ২৩টি বন্দুকের গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের সরকারপাড়া এলাকার মাঠের ভিতর গাছের নিচ থেকে গ্রেনেড এবং গুলি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে কাফুরিয়া ইউনিয়নের গ্রাম্য চৌকিদার আব্দুল মান্নান সিল্কসিটি নিউজকে জানান, বেলা ১২টার দিকে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের ইয়াদ আলীর মালিকানাধিন সরকারপাড়া মাঠের ভিতর আম গাছ কাটছিলো শ্রমিকরা। এসময় গাছের গোড়ার নিচে পুঁতে রাখা একটি টিনের কৌটা এবং গ্রেনেড দেখতে পায়। পরে টিনের কৌটা খুলে থ্রিনটথ্রি রাইফেলের ২৩টি গুলি উদ্ধার করা হয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা স্বীকার নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক মামুন হোসেন সিল্কসিটি নিউজকে জানান, গ্রেনেড এবং গুলি অনেক দিনের পুরাতন। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যেরা আসলে তারা বলতে পারবে এটা সক্রিয় আছে কিনা।
স/শ