নাটোরে বেসরকারী দুই হাসপাতালকে ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বেসরকারী দুই হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত ‘জাহেদা হাসপাতাল’ ও ‘জয়নব হাসপাতাল’ কে এ জরিমানা করে নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক।

 

নাটোর জেলার বেসরকারী ক্লিনিক , হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত ‘জাহেদা হাসপাতাল’ ও ‘জয়নব হাসপাতাল’ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মেডিক্যাল প্রাকটিস ও বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রন আইন-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ক্লিনিক এ মানসম্মত পরিবেশ না থাকা, অপারেশন থিয়েটারে একই সিরিঞ্জ বারবার ব্যবহার করার অপরাধে ‘জাহেদা হাসপাতাল’ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এবং সার্বক্ষনিক চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি, একই সিরিঞ্জ বারবার ব্যবহার , অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশ না থাকার অপরাধে ‘জয়নব হাসপাতা ’ কে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

স/অ