নাটোরে বিশেষ অভিযানে দুই দিনে গ্রেফতার ১১৭

নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ১১৭জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা, চোলাইমদ এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই থেকে নাটোর জেলায় বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। অভিযানের গত দুই দিনে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৭৭জন এবং নিয়মিত মামলার মোট ৪০জন আগামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অভিযানে হেরোইন ২৮ গ্রাম, ইয়াবা ২৯০পিচ, গাঁজা ১৭কেজি, চোলাইমদ ৪০লিটার, ১৪২টি মোটারসাইকেলের বিরুদ্দে মামলা এবং ৫টি মোটারসাইকেল আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, অভিযানে স্বরণকালের সবচেয়ে বেশি আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স থাকায় যারাই মাদকের সাথে জড়িত রয়েছে তারেদরকেই গ্রেফতার করা হচ্ছে। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহৃত থাকবে।

 

স/আ