নাটোরে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও পেনশন পরিশোধের দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি:
পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে পরিশোধের দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলার সকল পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, নাটোর পৌর সভার সভাপতি প্রভাত কুমার চন্দ, সাধারন সম্পাদক কাজি শরিফুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে পৌর কর্মকর্তা-কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবী জানিয়ে আসছে। কিন্তু সরকার তাতে কোন কর্নপাত করছে। অবিলম্বে সরকারী কোষাগার থেকে সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রধান মন্ত্রীন দৃষ্টি আর্কষন করা হয়। মানববন্ধন শেষে এক দফা দাবী সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রাদান করা হয়।

স/আ