সোমবার , ৪ ডিসেম্বর ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে পুজা উদযাপন পরিষদের সম্পাদককে কুপিয়েছে দুর্বৃত্তরা

Paris
ডিসেম্বর ৪, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের হালসা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন মন্ডলকে(৫০) কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার হালসা বাজারে এই ঘটনা ঘটে।

বর্তমানে আহত অবস্থায় নিরঞ্জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত নিরঞ্জন মন্ডল ওই এলাকার ঝড়ু মন্ডলের ছেলে।

খবর পেয়ে পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী, জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার আহব্বায়ক দেবাশীষ কুমার সরকান সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে বলে সিল্কসিটি নিউজকে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা মশিউর রহমান।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় নিরঞ্জন মন্ডল বলেন, হালসা বাজারের একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন তিনি। এসময় নয়ন নামের এক ব্যক্তি সহ কয়েকজন সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। নয়ন নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। সে হালসায় তার এক আত্মীয়ের বাড়ীতে বসবাস করে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর