মঙ্গলবার , ১১ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

Paris
অক্টোবর ১১, ২০১৬ ৭:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোর শহরের কানাইখালী এলাকার জনতা ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় জাহিদুল ইসলাম নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জাহেদুলের পিতা দিন মজুর জনি ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, প্রসাবের দ্বারের সমস্যা নিয়ে ছেলেকে সোমবার রাতে ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০ টার তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। দুপুর ১টার দিকে জানানো হয় জাহেদুলের অবস্থা আশংকাজনক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
পরবর্তীতে ক্লিনিকের এ্যাম্বুলেন্সেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জাহেদুলকে মৃত ঘোষনা করলে সেখান থেকে এ্যাম্বুলেন্স নিয়ে ক্লিনিকের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জনি ইসলাম অভিযোগ করেন ভূল চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। আর স্থানীয় স্বাস্থ্য কর্মী মিতু তাদেরকে ওই ক্লিনিকে নিয়ে যায়।
স্বাস্থ্য কর্মী মিতু ক্লিনিকে নেওয়ার কথা স্বীকার করে জানান, সেখানে কিছু ঘটলে তার দায়ভার নেই।
এই ঘটনায় সন্ধ্যায় জনতা ক্লিনিকে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ক্লিনিকের ম্যানেজার জাহেরাকে পাওয়া গেলেও তিনি কিছু বলতে চাননি।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর