নাটোরে কেরোসিনের চুলা বিস্ফোরণে ৩ কলেজছাত্রী অগ্নিদগ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরে কেরোসিনের চুলা বিস্ফোরণে ৩ কলেজছাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিনের চুলায় রান্নার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার শামিমা, লালপুর উপজেলার সালামপুর এলাকার সানজিদা ও একই উপজেলার আব্দুলপুর এলাকার মেয়ে ফাতেমা খাতুন। তারা সবাই নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের (এনএস) দ্বাদশ শ্রেণির ছাত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, সকালে নাটোর শহরের বড়গাছা এলাকার জোতি ছাত্রী নিবাসে এনএস সরকারি কলেজের তিন ছাত্রী রান্না করছিলেন। এসময় কেরোসিনের চুলাটি বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই তিন ছাত্রী দগ্ধ হন।

নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, শামীমা ও সানজিদার শরীরের ৬০-৬৫ শতাংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।