নাটোরে একতা হাসপাতাল মালিককে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের একতা হাসপাতালের মালিক শহিদুল ইসলাম কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের বড় হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন।

 

একতা হাসপাতালের মালিক শহিদুল ইসলাম (৫০) নাটোরের বালারিপাড়া এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।

 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় হরিশপুর এলাকার একতা ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়া, চাহিদা মতো চিকিৎসক না থাকা, অনুমোদনের বাইরে অতিরিক্ত সিট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৫৩ ধারা মোতাবে হাসপাতালটির মালিক শহিদুল ইসলামকে (৫০) দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

জরিমানাকৃত টাকা তাৎক্ষনিকভাবে আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়েছে হয়েচে বলেও র‌্যাব জানায়।

স/অ