নাটোরে ইয়াবা বহনের দায়ে দুই জনের ১৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
মাদক পাচার মামলার রায়ে নাটোরে ২ যুবককে ১৫ বছর করে কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মে ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাসী চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাক চালক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে সেলিম রেজা, চালকের সহকারী মাঈনুল ইসলামের ছেলে হাসান আলী এবং পুঠিয়া থানার জসিম উদ্দিনের ছেলে কালুকে। পরে আটককৃতদের মধ্যে সেলিম শেখ ও হাসানের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশীট দিলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উভয়কে ১৫ বছর করে কারাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেন।

স/শা