নাটোরে আর্মি ইউনিভার্সিটিতে ফেস্টিভাল উদযাপন

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘বাউয়েট ইইই ফেস্টিভাল ২০১৭’ উদযাপন করা হয়েছে।
সোমবার ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসি কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন ।
এছাড়াও ছাত্র-ছাত্রীরা মানব চেইন এর মাধ্যমে ইইই বিভাগের নামের প্রদর্শনী করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অব.) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, সিভিল  ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান  ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রধান-সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান-সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্র ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান-সহকারী অধ্যাপক মোঃ আকরামুল আলীম ও সহকারী অধ্যাপক মোঃ মোমতাজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং বিভাগীয় শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।
স/শ