নাটোরে আনসারুল্লাহ্ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার কৈগাড়ী কৃষ্ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বড়াইগ্রামের খর্দ্দকাছতিয়া এলাকার শুকচাঁনের ছেলে আরিফুল ইসলাম আরিফ ওরফে রাজু (২৫) ও রায়আমহাটি বাবুপাড়া এলাকার মৃত ক্বারী আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)।এসময় তাদের থেকে অস্ত্র, উগ্রবাদী বই, লিফলেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত রাজু আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর নাটোর অঞ্চলের আঞ্চলিক প্রধান বলে জিজ্ঞাসাবাদে জানায়। রাজশাহী-নাটোর এলাকায় এবিটির কার্যক্রম সুসংহত ও শক্তিশালী করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে ঢাকাসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল। কথিত নাস্তিক, ব্লগার ও ইসলাম বিরোধীদের চিহ্নিত করে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করছিল।

এসময় গ্রেফতারকৃতরা এবিটির সদস্যদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনাসহ ঘটনাস্থলে গোপন বৈঠক করছিল বলেও র‌্যাব জানান।

স/অ