নাটোরের বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত: আহত তিন

নিজস্ব প্রতিবেদক,নাটোর :
নাটোরের বড়াইগ্রামে পৃথক  সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে।

 

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নাটোর -পাবনা মহাসড়কের গুনাইহাটি নামক স্থানে ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৭৩৪৮) সাথে রিক্সা-ভ্যানের সংঘর্ষ হয়।

 

এতে লালপুর উপজেলাধীন কদিমচিলান গ্রামের আলতাব হোসেনের পুত্র ভ্যান চালক  সবুজ (৩৫) নিহত হয়। একই গ্রামের ভ্যান-যাত্রী মেহের আলীর পুত্র ফজলু (৪০) ও রফিক উদ্দিনের পুত্র রাকিবুল গুরুতর আহত হয়।

 

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে বনপাড়া হাটি-কুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় রাজশাহী থেকে ঢাকা গ্রামী অপর একটি আম বোঝাই  ট্রাক পেছন থেকে ওই দন্ডায়মান ট্রাককে ধাক্কা দেয়। এতে ছোট ট্রাকের হেলপার আয়নাল হক (৩০) ঘটনাস্থলেই নিহত হয় ও ডাইভার আহত হয়। আহতদের  রাজশাহীর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নুর দুর্ঘটনার খবর নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।