নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ উদ্ধারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ উদ্ধারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক কমিটি।

রোববার সকালে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩সালে নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ উদ্ধারে হাইকোর্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় দখলদারদের দখল প্রক্রিয়া এবং শিল্পকারখানার বর্জ্য নারদ তার ঐতিহ্য হারাতে বসেছে।

অবিলম্বে আগামী সাত দিনের মধ্যে নারদ নদ উদ্ধারে প্রশাসন কার্যকর প্রদক্ষেপ না নিলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

মানববন্ধনে নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সনাক নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজা সহ সামাজিক,সাংস্কৃতিক এবং বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

 

স/আ