নাচোল খাদ্য কর্মকর্তা-কর্মচারীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল খাদ্য অধিদপ্তরের ৬ জন কর্মকর্তা-কর্মচারীসহ মিল মালিকের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। সরকারি নির্দেশনা অমান্য করে প্রান্তিক চাষীদের কাছ থেকে গম সংগ্রহ না করে নিয়মবহির্ভূতভাবে মিল মালিকের নিকট হতে ২৫ মেট্রিক টন (৫০০ বস্তা) গম অবৈধভাবে ক্রয় ও সরকারী গোডাউনে প্রবেশ করানোর চেষ্টায় নাচোল উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ আজহারুল ইসলাম (৫৬) এবং ওসি এলএসডি মোঃ মনিরুজ্জামান (৩৮)সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

মামলার অন্য আসামীরা হলেন নাচোল থানাধীন ইসলামপুরে অবস্থিত মেসার্স মিলন অটো রাইস মিলের মালিক মোঃ শওকত আকবর মিলন (৫০), ও এলএসডি মাসুদ রানা (৩৪), নিরাপত্তা প্রহরী নারদ চন্দ্র পাল (৩৭), আবু সাঈদ (৪৬) ও ইসারুল ইসলাম (৩৬)।

এছাড়া অভিযানকালে নাচোল থানাধীন ইসলামপুরে অবস্থিত মেসার্স মিলন অটো রাইস মিল প্রাঃ লিঃ এর ভিতরে অবৈধভাবে “খাদ্য অধিদপ্তরের জন্য” লেখা ৫০ কেজি ওজনের ২৩১টি চটের বস্তা ভর্তি চাল, “খাদ্য অধিদপ্তরের জন্য” লেখা ৫০ কেজি ওজনের নতুন ৬২৫টি ও “খাদ্য অধিদপ্তরের জন্য” লেখা পুরাতন ৬০০টি খালি চটের বস্তা এবং “গম সংগ্রহ ২০২০, নাচোল এলএসডি চাঁপাইনবাবগঞ্জ” ও “বোরো সিদ্ধ চাল ২০২০, নাচোল এলএসডি চাঁপাইনবাবগঞ্জ” লেখা ২টি স্টেনসিল উদ্ধার ও জব্দ করা হয়েছে।

উক্ত ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক আল-আমিন আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজু করেছেন।

স/আর