শুক্রবার , ১৫ জুলাই ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাচোলে ফেন্সিডিলসহ আটক ৩

Paris
জুলাই ১৫, ২০১৬ ৫:০৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের  মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। শুক্রবার ভোরে নাচোল উপজেলার সোনাইচন্ডী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে সাবিনা (৩০), বগুড়ার শেরপুর উপজেলার নাটুয়াপাড়ার মৃত কাজিম শেখের মেয়ে রেবেকা (৪৮) ও মোটর সাইকেল চালক নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের আব্দুল ইসলামের ছেলে সুজন (২২)।
৪৩,বিজিবি’র রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল বাছেদ সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার ভোরে নাচোল উপজেলার সোনাইচন্ডী থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি  টহলদল অভিযান চালিয়ে সাবিনা , রেবেকা  ও মোটর সাইকেল চালক সুজন (২২) কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় বিজিবি একটি ১০০ সিসি হিরো মোটর সাইকেল,৩টি মোবাইল সেট, ২ হাজার টাকা জব্দ করে। আটকৃত মালামালের মূল্য প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৯’শ ৫০ টাক বলে বিজিবি জানায়। আটককৃতদের নাচোল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর