নাচের ভিডিও ভাইরাল, তিন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত (ভিডিও)

নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ওই তিন পুলিশ কনস্টেবল গানের তালে তালে গাড়ির মধ্যে পুলিশের পোশাক পরেই নাচছিলেন। এ সময় তাদের সিটবেল্ট কিংবা মাস্ক পরতেও দেখা যায়নি।

ওই গাড়িতে চারজন পুলিশ সদস্য ছিলেন। পুলিশ কর্মীদের মধ্যে তিনজনের নাম জগদীশ সোলাঙ্কি, হরেশ চৌধুরী এবং রাজা হীরাগর। তারা গান্ধীধাম থানায় সংযুক্ত বলে এনডিটিভি জানিয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই  ওই তিন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয় বলে কচ্ছ-গান্ধীধামের পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাড়ির মধ্যে পুলিশের পোশাক পরেই পুলিশ সদস্যরা নাচছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও নজরে এসেছে…. ট্রাফিন আইন লঙ্ঘনের মতো এ ধরনের কার্য কলাপ বিভাগের শৃঙ্খলার সঙ্গে যায় না…..এই ধরনের ঘটনা পুলিশের সুনাম ক্ষুণ্ন করে।

তবে ওই ভিডিও কবে এবং কোথা থেকে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

 

সূত্রঃ যুগান্তর