নাগালের মধ্যে ফেইসআইডি দেবে মিডিয়াটেক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাজেট ফোনেও আজকাল দেখা মিলছে ফেইস আনলকের। কিন্তু তার নিরাপত্তা নিয়ে আছে সংশয়।

শুধুমাত্র সেলফি ক্যামেরা ব্যবহার করেই তা কাজ করছে, আইফোন বা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েডের মত স্ক্যাটার্ড লাইট এবং ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করে থ্রি-ডি স্ক্যানের মাধ্যমে নয়। পরিষ্কার একটি ছবি ব্যবহার করেই বেশিরভাগ অ্যান্ড্রয়েড আনলক করা সম্ভব, যেখানে মূর্তি তৈরি করেও আইফোন সহজে আনলক করা যায় না।

এ প্রযুক্তি নাগালের মধ্যে আনার জন্য কাজ করছে মিডিয়াটেক। তারা ডট প্রজেক্টর বা স্ক্যাটার্ড লাইটের মত দামী প্রযুক্তিতে না গিয়েই থ্রি-ডি স্ক্যানের ব্যবস্থা করেছে ইনফ্রারেড ক্যামেরা এবং ডুয়াল লেন্স ব্যবহার করে। এর ফলে চেহারার দুপাশ থেকে ছবি তুলে তা মেশিন লার্নিংয়ের মাধ্য়মে স্ক্যান করে অ্যাপল ফেইসআইডির কাছাকাছি নির্ভুলভাবে ব্যবহারকারীরে চেহারা শনাক্ত করা যাবে।

প্রযুক্তিটি এর মধ্যেই হেলিও পি সিরিজের প্রসেসরে ব্যবহার করছে তারা। ভবিষ্যতে মাঝারি এবং স্বল্পমূল্যের ফোনগুলোতে এর দেখা মিলবে। দেশীয় ব্র্যান্ড হেলিও এর মধ্যেই প্রযুক্তিটি ব্যবহার করেছে।

গিজচায়না অলম্বনে