নাগালেই লক্ষ্য নিগার সুলতানাদের

ওয়ানডেতে বাংলাদেশের সফলতম পেসার জাহানারা আলম। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেই তিনি বাদ পড়েছিলেন কমনওয়েলথ গেমস বাছাই পর্বে। তবে বিশ্বকাপ অভিযানে ফিরেছেন দলে। বিশ্বকাপ প্রস্তুতির ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহানারার উচ্ছ্বসিত প্রশংসা করলেন অধিনায়ক নিগার সুলতানাও, ‘জাহানারা আপুকে অবশ্যই আমি বলব দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা ফাস্ট বোলার।

তাঁর দলে থাকা মানে ভরসা পাওয়া, আমি অত্যন্ত খুশি যে তিনি আবার দলে ফিরেছেন। ’

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অথচ নিউজিল্যান্ডে কখনো ওয়ানডে খেলেননি বাংলাদেশের মেয়েরা। কঠিন এই কন্ডিশনের চ্যালেঞ্জ নিয়ে নিগার জানালেন, ‘নিউজিল্যান্ডে খেলে আসা ভাইয়াদের সঙ্গে অনেকে ব্যক্তিগতভাবে কথা বলেছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সব কিছু মিলিয়ে মনে হয় প্রস্তুতিটা ভালো হবে। ’

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ায় বাস্তবতাটা ভুলছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘এখন যদি আমি বলি যে সেমিফাইনাল বা ফাইনাল খেলব, এসব আকাশচুম্বী টার্গেট আমরা দিতে চাই না। যখন ম্যাচ খেলব তখনই আসলে বুঝতে পারব আমাদের লক্ষ্য কী হতে পারে। ’ এদিকে বিশ্বকাপ দলের সঙ্গে বুধবার রিজার্ভ হিসাবে যোগ করা হয়েছে নুজহাত তাসনিয়াকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ