নাগার্নো-কারাবাখ সংঘর্ষ চরম আকার ধারণ করছে

আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

হামলার পর নতুন করে নাগার্নো-কারাবাখ নিয়ে দুই দেশের লড়াই এবং উত্তেজনা আরো তীব্র হয়েছে। এর আগে আজারবাইজানের বাহিনী নাগার্নো-কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপানাকার্টে একটানা গুলিবর্ষণ হয়। গানজা হলো আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর।

আজারবাইজানের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।

নাগার্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদী বাহিনী দাবি করছে, তারা গানজা শহরে হামলা চালিয়ে সেখানে বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ