সোমবার , ১৮ জুন ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

Paris
জুন ১৮, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে। শনিবার এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, শনিবার সন্ধ্যার দিকে বর্নো রাজ্যের দাম্বোয়া শহরে ঈদ উদযাপন শেষে বাড়ি ফেরা মানুষদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলার পর জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে গ্রেনেড ছুড়ে  হামলাকারীরা। এতে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পায়।
স্থানীয় মিলিশিয়া বাহিনী ‘সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের’ এক সদস্য বাবাকুরা কোলা বলেন, প্রথমে দু’টি আত্মঘাতী হামলা হয় এবং তারপর রকেট-চালিত গ্রেনেড বিস্ফোরিত হয়।
কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। কিন্তু হামলায় বোকো হারাম জড়িত থাকার ছাপ রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক