সোমবার , ২৫ জুন ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাইজেরিয়ায় জাতিগত সংঘর্ষে নিহত ৮৬

Paris
জুন ২৫, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাইজেরিয়ায় আদিবাসী কৃষক ও রাখাল সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন।

গত চার দিনে আদিবাসী বেরোম কৃষক ও ফুলানি রাখাল সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্লাটু রাজ্যের পুলিশ।

কিছু গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদিবাসী বোরোম কৃষকরা ফুলানি পশুপালকদের ওপর হামলা চালালে পাঁচজন নিহত হয়। পরে শনিবার প্রতিশোধ নেয়ার জন্য রাখাল সম্প্রদায় পাল্টা হামলা চালালে আরও বহু হতাহতের ঘটনা ঘটে।

রাজ্যের পুলিশ কমিশনার আন্ডি এডি জানিয়েছেন, সহিংসতায় ৫০ বাড়ি-ঘর, ১৫টি মোটর সাইকেল এবং আরও দু’টি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

জমি নিয়ে কয়েক দশক ধরেই আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে।

সর্বশেষ - আন্তর্জাতিক