নাইজারে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত

         সিল্কসিটি নিউজ ডেস্ক:
বুরকিনা ফাসো ও মালির সঙ্গে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নাইজারের ২৩ সৈন্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত মঙ্গল ও বুধবার নাইজারের সৈন্যরা তিন দেশের সীমান্তের তিলাবেরি অঞ্চলে নিয়মিত নিরাপত্তা টহলে নিয়োজিত ছিলেন। ওই সময় অতর্কিত হামলায় তাঁরা নিহত হন। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ৩০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হত্যা, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সেনাদলটি কাজ করছিল। এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় শতাধিক সন্ত্রাসী। সেনাদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় বাড়িতে বানানো বোমা ব্যবহার করেছে সন্ত্রাসীরা।হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরো ১৭ জন আহত হয়েছে। নাইজারে বেশ কয়েক বছর ধরেই জঙ্গি দলগুলো সক্রিয়। প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গি হামলা চলে দেশটিতে।