নরবলি নিয়ে উত্তাল কালনা! জেরবার পুলিশও

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবার গুজবের জের। এবার আক্রান্ত পুলিশ। ঘটনায় গ্রেফতার ৪৫ জন। বর্ধমানের কালনার বৈদ্যপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়েই।

বৃহস্পতিবার রাতে আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ কালী ঠাকুর নিয়ে এসে শ্মশানে পূজা-অর্চনা করছিলেন। সেখানে ছিল বেশ কিছু বালকও।

পুজো দিতে আসা আদিবাসীদের সঙ্গে বালক দেখেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। হয়তো নরবলি দেওয়ার উদ্দেশ্যেই বালকদের আনা হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যাঁরা পুজো করছিলেন তাঁদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটক করা হয় পুজারীকেও।

এর পর তাঁদের নিয়ে যাওয়ার সময়ে গ্রামবাসীরা সেই পুজারী-সহ ওই পুজোয় উপস্থিত কয়কজন মহিলাকে মারধর শুরু করে। পুলিশ বাধা দিলে পুলিশকেও মারধর করা হয়। সেই আক্রমণে জখম হন ৫ পুলিশ কর্মী এবং ২ মহিলা। চিকিৎসার পরে পুলিশ কর্মীদের ছেড়ে দেওয়া হলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন জখম ২ মহিলা।

এরপরই ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে আক্রমণ, মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ গুজবের জন্যই এমন ঘটনা ঘটেছে।