নমুনা পরীক্ষার এক-চতুর্থাংশেরই কোভিড-১৯ পজিটিভ

দেশে কোভিড-১৯ পরীক্ষার যেসব নমুনা নেয়া হচ্ছে, তাদের এক-চতুর্থাংশেরই করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সোমবারের তথ্যে বলা হয়েছে– গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

একদিনে করোনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ এখন প্রতি চারজনের পরীক্ষায় একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি।

তিনি বলেন, এই সময়ে ৪ হাজার ৭০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯৮ হাজার ৩১৭ জন সুস্থ হয়েছেন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ।

দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

 

সুত্রঃ যুগান্তর