নন্দীগ্রামে নানা আয়োজনে মীনা দিবস পালিত

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আশরাফ আলী, সিরাজুন্নেসা, উর্মি তালুকদার, প্রধান শিক্ষক মোবারক আলী, সিদ্দিকুর রহমান, আলী আজম, রহমতউল্লাহ, আমজাদ হোসেন, সাইফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

পরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মীনা দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্লাষ্টার আয়োজিত মেলার স্টল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার।

স/অ