নতুন বছর, নতুন নায়িকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তাহমিনা অথৈ তখন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আগ্রহ থেকেই ২০১৭ সালের সেপ্টেম্বরে অংশ নেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামের সুন্দরী প্রতিযোগিতায়। শতাধিক প্রতিযোগীর মধ্যে মুকুট অর্জন করতে না পারলেও, সেরা ১৪-তে ছিলেন তিনি। স্নাতকোত্তর শেষ করে অভিনয়ের স্বপ্ন নিয়ে গত বছর শেষ দিকে আসেন ঢাকায়। শুরুতেই পান সাইদুল আনাম টুটুলের মতো বরেণ্য নির্মাতার সিনেমায় কাজ করার সুযোগ। ‘কালবেলা’ নামের সেই সিনেমার কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে জানা গেল আরেকটি খবর। নতুন বছর তাহমিনা অথৈ আসছেন নতুন আরেকটি ছবি নিয়ে। ‘চট্টলা এক্সপ্রেস’ নামের এই সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে।

‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমার পরিচালক রায়হান আনোয়ার। এই সিনেমার জন্য এরই মধ্যে ফেরদৌস আর অথৈকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। জানা গেছে, কয়েক দিনের মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরপরই শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস ও অথৈ।

‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমাটি চট্টগ্রামকেন্দ্রিক। এই সিনেমার মধ্য দিয়ে চট্টগ্রামের সৌন্দর্য আর ঐতিহ্যকে তুলে ধরা হবে। কুমিল্লার ছেলে ফেরদৌস ঢাকায় থাকেন। একমাত্র তিনি ছাড়া এই সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী ও কলাকুশলী চট্টগ্রামের। ফেরদৌস বলেন, ‘আমি কিন্তু বৃহত্তর চট্টগ্রামেরই (হাসি)। আমাদের চলচ্চিত্র এফডিসিকেন্দ্রিক। এর বাইরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় কিছু অংশ নিয়ে সিনেমা তৈরি হয়। কিন্তু এই সিনেমা দেশের একটা এলাকা ঘিরে। এই ভাবনা আমার কাছে চমৎকার লেগেছে। আমার বিশ্বাস, এ রকম একটি সিনেমা তৈরির পর দেশের অন্যান্য জেলা এবং সেখানকার গল্প নিয়েও ছবি নির্মিত হবে। এই সিনেমায় চট্টগ্রামের অদেখা অনেক চমৎকার বিষয় তুলে ধরা হবে।’

নতুন নায়িকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমাদের দেখা হয়েছে। কথা বলার পর মনে হয়েছে, তিনি মেধাবী। তাঁর আগ্রহ আছে। বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে একটা বড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বেশ আত্মবিশ্বাসী। একজন নায়িকা হওয়ার যে গুণাবলি দরকার, তার সবই আছে।’

তাহমিনা অথৈ ও ফেরদৌস। ছবি: আবদুস সালামদ্বিতীয় ছবিতে নায়ক হিসেবে ফেরদৌসকে পেয়ে বেশ রোমাঞ্চিত অথৈ। বললেন, ‘“কালবেলা” ছাড়াও আমি কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প পছন্দ হয়নি বলে রাজি হইনি। “চট্টলা এক্সপ্রেস” সিনেমার গল্প আমার তো দারুণ লেগেছে। আর যখন শুনলাম, নায়ক ফেরদৌস, তখন নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাঁর অনেক সিনেমা দেখেছি। শুধু তা-ই নয়, তাঁর সিনেমার অনেক গানের সঙ্গে কত অনুষ্ঠানে যে পারফর্ম করেছি, হিসাব নেই। এখন সেই আমি তাঁর নায়িকা! অনেক গুণী একজন শিল্পী, তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারব। তা ছাড়া জ্যেষ্ঠ অভিনয়শিল্পী হওয়া সত্ত্বেও যে আন্তরিকতা তিনি আমার প্রতি দেখিয়েছেন, তা ভালো লেগেছে।’